Tuesday 04 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই অভ্যুত্থানে আহতদের হাতে স্মার্ট কার্ড তুলে দিলেন সিইসি

‎স্টাফ করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৫ ১৫:০৭ | আপডেট: ২ মার্চ ২০২৫ ১৯:৪৪

সিইসি দর্শকের সারিতে বসা জুলাই আহতদের কাছে গিয়ে স্মার্ট কার্ডগুলো তুলে দেন। ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় ভোটার দিবসে জুলাই অভ্যুত্থানে আহত ১৩ জনের হাতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

‎রোববার (২ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনা অনুষ্ঠানে সিইসি জুলাই আহতদের কাছে গিয়ে স্মার্ট কার্ডগুলো তুলে দেন।

‎এ সময় অনুষ্ঠানে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে নির্বাচন ভবনে এ অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

‎সিইসির হাত থেকে স্মার্ট কার্ড পেয়ে উচ্ছ্বসিত ছিলেন জুলাই অভ্যুত্থানে আহতরা।

‎স্মার্ট কার্ড হাতে পেয়ে লিয়নুল ইসলাম লিয়ন সারাংলাকে বলেন, ‘কয়েকমাস ধরে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছি। নির্বাচন কমিশনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এভাবে সম্মানিত করার জন্য। সুষ্ঠু ভোটের জন্য স্বচ্ছ ভোটার তালিকার কোনো বিকল্প নেই। তাই ১৮ হওয়ার পর নয়, ১৬ বছরের পর থেকেই ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ এগিয়ে রাখতে কমিশনকে কাজ করা জরুরি। এতে ১৮ বছর হলে কেউ আর বাদ পড়বে না ভোট থেকে।’

‎জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধিন আরেক জুলাই আহত মোহাম্মদ ফয়েজ বলেন, ‘বিগত সময়ে যে ভোট হয়েছে আমরা তার পুনরাবৃত্তি চাই না। তাই আজকের এই সুষ্ঠু সুন্দর অনুষ্ঠানের মতো জাতীয় নির্বাচন যে কমিশন সুষ্ঠু ও সুন্দরভাবে করতে পারে।’

‎আরেকজন আহত মোহাম্মদ আল আমিন জানান, জুলাই পরবর্তীকে নির্বাচন কমিশনের কাছ থেকে এমন সম্মান পেয়ে আমি অনেক খুশি। আমার প্রত্যাশা নির্বাচন কমিশন তারা জনগণে সুষ্ঠু নির্বাচনের যে প্রত্যাশা, তা পূরণ করবে।

‎সারাবাংলা/এনএল/এমপি

এ এম এম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) সিইসি স্মার্টকার্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর