Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমি রক্ষায় স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ চান সাবেক সেনা সদস্য জাহাঙ্গীর

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৫ ১৭:০২ | আপডেট: ২ মার্চ ২০২৫ ১৯:৪৪

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেনের সংবাদ সম্মেলন – ছবি : সারাবাংলা

ঢাকা: নিজের কেনা জমি রক্ষায় স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন।

রোববার (২ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, কষ্টার্জিত জাতিসংঘ মিশনের প্রাপ্ত অর্থ ও সেনাবাহিনী থেকে অবসরকালে পেনশেন মারফত প্রাপ্ত অর্থ দিয়ে ২০১৮ সালে ২৪ জুলাই পল্লবী থানার দ্বিগুন মৌজাস্থিত সিএসও এস-৮০৪, আরএস-১৩৭১, ঢাকা সিটি জরিপ-৮৪০৭ নং দাগে ১৬ শতাংশ জমি নুরজাহান বেগমের কাছ থেকে ক্রয় করা হয়। ২০২৩ সালে ১০ জানুয়ারী ভূমিদস্যু, সন্ত্রাসী, সাবেক ১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা ফোরম্যান বায়েজীদ গংদের নজরে জমিটি পড়ে এবং তারা জমিটি তাদের বলে দাবি করে। এ নিয়ে পল্লবী থানায় ২০২৩ সালে ১১ জানুয়ারী একটি সাধারণ ডায়েরী (নম্বর ৮৬৬) করা হয় ।

তিনি জানান, পরবর্তীতে এ বিষয়ে পল্লী থানা থেকে বায়েজিদকে যৌক্তিক কাগজপত্র নিয়ে থানায় হাজির হতে বলা হলে তারা থানায় উপস্থিত হয়নি।

মোঃ জাহাঙ্গীর জানান, এরপর তারা তাকে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি দেখায়। এ বিষয়েও পিটিশন মামলা নং-১৬/২০২৩ ফৌ. কা. বি. আইনের ১৪৫ ধারা মামলা করা হয়েছে। ওই মামলায় এসি ল্যান্ড এর তদন্ত প্রতিবেদন সাপেক্ষে মামলায় রায় দেন যে, দ্বিতীয় পক্ষের প্রবেশ রহিত করা হলো। কিন্তু আসামীরা আদালতের রায় না মেনে জমিতে প্রবেশ করে। এ বিষয়টিও পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

তিনি বলেন, ভূমিদস্যুরা আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভূয়া একটি মামলা দায়ের করেছে। ভুমি দস্যুরা জমি বিক্রেতার মৃত্যু সনদ দিয়ে কালিকাপুর ইউনিয়ন পরিষদ হতে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করে। ওই প্রত্যয়নপত্রে নুরজাহান ওরফে সাহেরজান, পিতা-আব্দুর রহমান নামে ভুয়া, প্রতারণা ও বানোয়াট জাল সার্টিফিকেট সংগ্রহ করেছে। যা সঠিক ভাবে তদন্ত করলে সত্যতা বেরিয়ে আসবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/আরএস

অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন