Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে নারীর মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৫ ১৬:৫৭

বন্দর থানা, চট্টগ্রাম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এক ব্যবসায়ীর বিতরণ করা ইফতার সামগ্রী নিতে গিয়ে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১ মার্চ) রাতে নগরীর বন্দর থানার ফকিরহাট এলাকায় তিন নম্বর গলিতে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত রোকসানা বেগমের (৫৫) বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায়। পরিবারের সদস্যদের সঙ্গে তিনি নগরীর ফকিরহাট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

জানা গেছে, শিপিং ব্যবসায়ী মাসুদ চৌধুরী তার বাসার কাছে একটি খোলা মাঠে গরীব, দুঃস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছিলেন। সেখানে ইফতার সামগ্রী সংগ্রহ করতে গিয়েছিলেন রোকসানা।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন সারাবাংলাকে বলেন, ‘মাঠ ছোট, কিন্তু লোক সমাগম তাদের ধারণার চেয়ে বেশি হয়ে যায়। একপর্যায়ে ইফতার নিতে গিয়ে হুড়োহুড়ি হয়। এতে পদদলিত হয়ে রোকসানা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। ওই মহিলা গৃহিণী। তার ছেলে ব্যাটারিচালিত অটোরিকশা চালায়।’

‘ঘটনা জানার পর আমরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ আজ (রোববার, ২ মার্চ) দুপুরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দাফনও শেষ হয়েছে।’

ওসি বলেন, ‘এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও আমাদের কাছে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সারাবাংলা/আরডি/এনজে

ইফতার সামগ্রী চট্টগ্রাম নারী মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর