Thursday 20 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে হাজিরা দিতে এসে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৫ ১৮:৪১ | আপডেট: ২ মার্চ ২০২৫ ১৯:৪৪

আদালতে হাজিরা দিতে এসে গ্রেফতার আওয়ামী লীগ নেতা। ছবি: সংগৃহীত

পিরোজপুর: আদালতে হাজিরা দিতে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী। রোববার (২ মার্চ) পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে তাদের গ্রেফতার করা হয়।

রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে এসেছিলেন তারা। পিরোজপুর জেলার পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার পাঁচ জন হলেন- পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো. আলাউদ্দিন, পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) ও জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক শহিদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু।

এদের মধ্যে খান মো. আলাউদ্দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর দায়ের করা রাষ্ট্রদ্রোহী মামলার বাদী আর শহিদুল ইসলাম পান্না ওই মামলার ৬ নম্বর স্বাক্ষী।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার পাঁচজন রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে রোববার দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা দেওয়া শেষ হলে আদালত থেকে বের হওয়ার সময় অন্য আরেকটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান মো. আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়। সেইসঙ্গে অন্য আরেকটি নাশকতার মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে বাকি চার আসামিকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, ‘আদালত প্রাঙ্গণ থেকে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজন মামলার আসামি। বাকি চারজনকে অন্য একটি নাশকতার মামলায় সংশ্লিষ্ট থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় গ্রেফতার করা হয়েছে।’

সারাবাংলা/পিটিএম

আওয়ামী লীগ গ্রেফতার নেতাকর্মী পিরোজপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর