Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বচ্ছতা নিশ্চিতে খোলা মাঠে ভোট করতে চাই: ইসি তাহমিদা

স্টাফ করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৫ ১৮:৫২ | আপডেট: ২ মার্চ ২০২৫ ১৯:৪৩

বক্তব্য দিচ্ছেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ

‎ঢাকা: নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ বলেন, ‘চারিদিকে সংস্কার আর সংস্কার, ইসিতে কি সংস্কার হবে না? স্বচ্ছতা নিশ্চিতে খোলা মাঠে ভোট করতে চাই, আবদ্ধ রুমে নয়। এজন্য সবার সহযোগিতা চাই। স্কলের খোলা মাঠে নির্বাচন করতে কি পারবো না? আপনারা সবাই সহযোগিতা করলে সবই সম্ভব।’

‎‎রোববার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় আরেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত) বলেছেন, ‘আমরা স্বচ্ছ, সুন্দর ভোট উৎসব চাই। নির্বাচনে আমরা হানাহানি বা অনিয়ম দেখতে চাই না।’

‎তিনি আরও বলেন, ‘ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে আমরা সন্তুষ্ট হতে চাই। এজন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ চলছে। এই হালনাগাদ কার্যক্রম শেষে ৩০ জুনের মধ্যে আবারো একটা ভোটার তালিকা পাওয়া যাবে।’

‎ইসি সানাউল্লাহ জানান, গত তিন মাসে ৮০ হাজারের বেশি জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

‎অনুষ্ঠানে এ সময় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘বিগত সময়ের নির্বাচনগুলো যদি সঠিক না হয়ে থাকে এর দায় কাউকে না কাউকে নিতে হবে। এর পুরো দায় নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। ইসি ভালো নির্বাচন করতে প্রতিক্ষাবদ্ধ। সকলের সহযোগিতা চাই সুষ্ঠু নির্বাচন আয়োজনে।’

‎জুলাই আন্দোলনের রক্তের সঙ্গে যাতে প্রতারণা না হয় সেজন্য জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার আয়োজন করতে হবে।

‎জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচনকে কেউ বলে সব দলের অংশগ্রহণ, আমি মনে করি এর পাশাপাশি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। বর্তমান কমিশন কথায় নয় কাজে দেখাতে চায়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/এসডব্লিউ

ইসি তাহমিদা নির্বাচন নির্বাচন কমিশন (ইসি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর