‘প্রকাশ্যে ধুমপান করা অপরাধ’
২ মার্চ ২০২৫ ২০:৫৯ | আপডেট: ২ মার্চ ২০২৫ ২৩:৩১
ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নারী পুরুষ সবার জন্যেই প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধ। এটা কিন্তু অপরাধ, এটা সবাই মেনে চলবেন। সবার প্রতি অনুরোধ বাইরে কেউ সিগারেট খাবেন না। রোজায় সবাইকে সংযোম করতে হবে।
রোববার (২ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে ‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রাজধানীর মোহাম্মদপুরে দুই নারীর ওপর হামলার বিষয় জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুই নারীর ওপর হামলার ঘটনায় আমি যতটা জেনেছি তারা দুজনে সিগারেট খাচ্ছিলেন। স্থানীয় কিছু লোক নামাজে যাওয়ার সময়ে তাদের বাধা দেয়। তাদের ওপর চা ছুড়ে মারা হয়। নারী পুরুষ সবার জন্যেই প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধ। এটা কিন্তু অপরাধ, সবাই মেনে চলবেন।’
তিনি বলেন, ‘‘রোজাদারদের সম্মানে প্রকাশ্যে ধুমপান থেকে বিরত থাকাতে হবে। রোজায় সবাইকে সংযোম করতে হবে। আমাদের ধর্ম উপদেষ্টা সবাইকে অনুরোধ করেছেন কেউ যেনো বাইরে খাবার না খান।’’
এ সময় জিনিসপত্রে মূল্য বৃদ্ধি নিয়ে মো. জাহাঙ্গীর আলম বলেন, ব্যবসায়ীদের অনুরোধ করবো তারা যেন জিনিসপত্রের দাম না বাড়ায়। অন্যান্য দেশে ধর্মীয় অনুষ্ঠানে জিনিসপত্রের দাম কমিয়ে দেয়। আমাদের দেশে উলটো সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়।
রমজানে বাজার নিয়ন্ত্রণে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ অভিযানের বিষয়ে তিনি বলেন, গত বছরের তুলনায় এবার জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে কম আছে। অভিযান না চালিয়ে যদি জিনিসপত্রের দাম কম থাকে, এটা তো ভালো।
সারাবাংলা/এমএইচ/এসআর