Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে মাসব্যাপী ইফতারের আয়োজন

রাবি করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৫ ২১:৩৮

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী ইফতারির আয়োজন

রাবি: প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী ইফতারির আয়োজন করা হয়েছে। রোববার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম রমজানের ইফতারির মধ্য দিয়ে এই আয়োজন শুরু হয়। প্রথম দিনের ইফতারিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

ইফতার আয়োজনে স্বেচ্ছাসেবক ও স্টুডেন্ট রাইটস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহিম রেজা বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আজকেই প্রথম দেখছি এত উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণ।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন বলেন, এরকম ইফতারের আয়োজন করা চ্যালেঞ্জিং। তবুও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। প্রথমদিনে আমরা প্রায় ৪ হাজার প্যাকেট প্রস্তুত করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই ইফতারের আয়োজন করা হবে। আমরা আশা করি শিক্ষার্থীরা বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করেছে।

সারাবাংলা/এসআর

মাসব্যাপী ইফতার রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবিতে ইফতার আয়োজন সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর