লা লিগা
সোসিয়েদাদকে গুঁড়িয়ে শীর্ষে ফিরল বার্সা
৩ মার্চ ২০২৫ ০৯:০৭ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ১৫:৩৬
এবারের মৌসুমের প্রথম দেখায় তাদের বিপক্ষে অপ্রত্যাশিত হারের তিক্ত স্বাদ পেয়েছিল বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সেই হারের প্রতিশোধটা দারুণভাবেই নিলেন তারা। নিজেদের মাঠে সোসিয়েদাদকে ৪-০ গোলে বিধ্বস্ত করে লা লিগার শীর্ষে ফিরেছে বার্সা।
অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ছিল বার্সার দাপট। ১৭ মিনিটে আরিস এলাসটুডো লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সোসিয়েদাদ। এই সুযোগটা দারুণভাবেই কাজে লাগিয়েছে বার্সা। ২৫ মিনিটের মাথায় লিড পায় কাতালানরা। দানি অলমোর অ্যাসিস্টে ক্লাবের হয়ে নিজের প্রথম গোলের স্বাদ পান জেরার্ড মার্টিন। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সা। কাসাডোর গোলেও অ্যাসিস্ট ছিল অলমোর। দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধেও সোসিয়েদাদকে পাত্তা দেয়নি স্বাগতিকরা। ৫৬ মিনিটে বার্সার হয়ে তৃতীয় গোল করেন আরাহো। ৪ মিনিট পর সোসিয়েদাদের জালে চতুর্থবার বল জড়ায় বার্সা। এবার গোল আরাহোর পাসে গোল করেন রবার্ট লেভানডস্কি।
শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে টপকে লা লিগার শীর্ষে ফিরল বার্সা। ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো। ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
সারাবাংলা/এফএম