সুনামগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দলের সর্দার গ্রেফতার
৩ মার্চ ২০২৫ ০৯:০৪
সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আন্ত:জেলা ডাকাতদলের সর্দার মর্তুজ আলীকে (৩৮) গ্রেফতার করা হয়েছে।
রোববার (২ মার্চ) রাতে উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডাকাত সর্দার মর্তুজ আলী শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের চেরাগ আলীর পুত্র।
শান্তিগঞ্জ থানা পুলিশের তথ্যমতে, সুনামগঞ্জের পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের দিকনির্দেশনায় শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ বাজার ডাকাত একটি দল রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় শান্তিগঞ্জ থানা পুলিশ। প্রায় ২ ঘন্টার অভিযানে গনিগঞ্জ বাজার থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও ৪টি কার্তুজসহ আন্ত:জেলা ডাকাতদলের সর্দার মর্তুজ আলীকে গ্রেফতার করা হয়।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে সোমবার (৩ মার্চ) তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
সারাবাংলা/এসডব্লিউ