রাঙ্গামাটিতে ছুরিকাঘাতে আহত ১, অভিযুক্ত আটক
৩ মার্চ ২০২৫ ০৯:১৪
রাঙ্গামাটি: রাঙ্গামাটির জেলা শহরে ছুরিকাঘাতে সুমন চাকমা (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এদিকে, ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত মো. খোকন নামে একজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। অন্যদিকে, আহত সুমন চাকমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে রেফার্ড করা হয়েছে।
রোববার (২ মার্চ) শহরের কে কে রায় সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আহত সুমন চাকমা রাঙ্গামাটি সরকারি কলেজের মাইক্রোবাস চালক। সে জেলা শহরের পিটিআই এলাকার বাসিন্দা।
ওদিকে, ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত খোকন কে কে রায় সড়ক এলাকার বাসিন্দা। সুমন চাকমা ও মো. খোকন দুজনই পূর্বপরিচিত।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক কোতোয়ালি থানার এক উপপরিদর্শক (এসআই) জানান, ছুরিকাঘাতের ঘটনায় আহত সুমন চাকমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে পাঠানো হয়েছে। এ ঘটনায় খোকন নামে একজন আটককে করে থানায় নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘ছুরিকাঘাতের ঘটনায় আহত হওয়ার তার (সুমন) থেকে ঘটনার কারণ জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলমান। আমরা ঘটনা জানার চেষ্টা করছি।’
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ জানান, ছুরিকাঘাতের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আহত সুমন চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে, সেটি তদন্ত করে জানা যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে প্রথম দফায় সুমন চাকমা ও খোকন মদ্যপ অবস্থায় বাগবিতণ্ডায় জড়ান। পরে রাত পৌনে ১০টার দিকে আবারও তারা মারামারিতে জড়ায়। এ ঘটনায় খোকনের ছুরিকাঘাতে সুমন চাকমার কানের নিচে কাটা যায়। মারামারির ঘটনায় খোকনও মাথায় আঘাত পেয়েছেন। তবে এ নিয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সারাবাংলা/এসডব্লিউ