নেইমার জাদুতে সান্তোসের জয়রথ ছুটছেই
৩ মার্চ ২০২৫ ১০:২৮ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ১১:৩৬
একের পর এক ইনজুরিতে গত কয়েক বছর ধরেই নিজের ছায়া হয়ে ছিলেন তিনি। সৌদি প্রো লিগ ছেড়ে ব্রাজিলে ফেরা নেইমার যেন ফিরেছেন নিজের সেই চিরচেনা বিধ্বংসী রূপে। সান্তোসের হয়ে মাঠে নেমে আবার দেখালেন জাদু। নেইমারের গোলেই ব্রাগাটিনোকে ২-০ ব্যবধানে হারিয়েছে সান্তোস।
নিজেদের মাঠে পুরোটা সময়জুড়েই প্রতিপক্ষের উপর ছরি ঘুরিয়েছে সান্তোস। ৯ মিনিটের মাথায় বক্সের বাইরে ফ্রি কিক পায় সান্তোস। সেই ফ্রি কিক থেকে চোখ ধাঁধানো এক শটে বল জালে জড়ান নেইমার। ম্যাচের বাকি সময় দারুণ ড্রিবলিংয়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে স্বস্তি পেতে দেননি নেইমার।
৫৬ মিনিটে সান্তোসের হয়ে দ্বিতীয় গোল করেন স্মিডিট। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে নেইমারের দল। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই ম্যাচেও ম্যাচসেরা হয়েছেন নেইমার।
আল হিলাল ছেড়ে সান্তোসে ফেরার পর এখন পর্যন্ত ৭ ম্যাচে মাঠে নেমেছেন নেইমার। ৬ বারই ছিলেন প্রথম একাদশে। সব মিলিয়ে এখন পর্যন্ত নেইমার খেলেছেন ৫০৮ মিনিট।
এই মৌসুমে এখন পর্যন্ত সান্তোসের হয়ে নেইমারের গোল ৩টি, অ্যাসিস্টও করেছেন ৩টি। ৭ ম্যাচের মাঝে ৪বারই হয়েছেন ম্যাচসেরা।
সারাবাংলা/এফএম