Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
নিজের সাফল্যের রহস্য জানালেন বদলে যাওয়া বরুণ

স্পোর্টস ডেস্ক
৩ মার্চ ২০২৫ ১১:১১ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ১১:১৪

৫ উইকেট নিয়ে ভারতের জয়ের নায়ক বরুণ

আইপিএলে অবিশ্বাস্য পারফরম্যান্সের সুবাদেই সুযোগ পেয়েছিলেন জাতীয় দলে। টি-২০ ফরম্যাটে শুরুতে জাদু দেখালেও সেটা খুব বেশিদিন স্থায়ী হয়নি। স্পিনার বরুণ চক্রবর্তী এক রকম হারিয়েই গিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। সেই বরুণই এবার চ্যাম্পিয়নস ট্রফিতে ফিরেছেন বিধ্বংসী রূপে। নিউজিল্যান্ডের বিপক্ষে তার ফাইফারেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পৌঁছে গেছে ভারত। বরুণ বলছেন, সতীর্থদের সাহায্যেই নিজেকে ফিরে পেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

প্রায় ৪ বছরের ক্যারিয়ারে বরুণ খেলেছেন মাত্র ১৮ টি-২০। রহস্যময় স্পিনার হিসেবে আবির্ভূত হলেও খুব বেশিদিন সেই রহস্য ধরে রাখতে পারেননি তিনি। অল্প কিছু ম্যাচ খেলার পরেই একাদশে হয়ে পড়েন অনিয়মিত। একটা সময় স্কোয়াড থেকেও বাদ পড়েছেন তিনি।

ওয়ানডেতে বরুণের অভিষেক হয়েছে এই বছরে ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে পেয়েছিলেন এক উইকেট। অনেকটা অপ্রত্যাশিতভাবেই এবার চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে জায়গা করেন নেন বরুণ। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ পাননি তিনি। আগেই সেমি নিশ্চিত হওয়া ভারত শেষ ম্যাচে তাকে সুযোগ করে দিয়েছিল।

সেই সুযোগটাই দারুণভাবে কাজে লাগিয়েছেন বরুণ। কিউইদের বিপক্ষে ৪২ রানে ৫ উইকেট নিয়ে তিনিই ম্যাচ জয়ের নায়ক। বরুণ বলছেন, নিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে কিছুটা নার্ভাস ছিলেন তিনি, ‘শুরুতে আমি কিছুটা নার্ভাস ছিলাম। ভারতের হয়ে এই ফরম্যাটে মাত্র একটি ম্যাচ খেলেছি। তবে কোহলি, রোহিত, শ্রেয়াস, হার্দিক সবাই আমার সাথে কথা বলেছে, অনেক সাহায্য করেছে। চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নামার জন্য মুখিয়ে ছিলাম। পিচে খুব বেশি টার্ন ছিল না, তবে ঠিক জায়গায় বল করলে স্পিন হচ্ছিল। দলের সবাই দারুণ বোলিং করেছে।’

দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া সেমিতে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বরুণ কি সেই ম্যাচে একাদশে জায়গা করে নিতে পারবেন?

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি বরুণ চক্রবর্তী ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর