ঢাকা: রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তি এলাকার ‘সন্ত্রাসী’ আনোয়ার গ্রুপের সক্রিয় সদস্য রাকিবকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৩ মার্চ) সকালে র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে বনানীর কড়াইল বস্তিতে মাদক ব্যবসাসহ চাঁদাবাজি ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরূপ তথ্যের ভিত্তিতে র্যাব-১ রাকিবের কার্যক্রম এবং গতিবিধির উপর গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কড়াইল বস্তিতে জামাই বাজার রাকিবের বাসায় আনোয়ার গ্রুপের কয়েকজন সদস্যসহ অবস্থান করছে। পরে র্যাব-১ আসামিদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
সালমান নূর আলম আরও জানান, রোববার (২ মার্চ) বিকেল ৫টার দিকে র্যাব-১ এর একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার বনানী থানাধীন ১৯ নম্বর ওয়ার্ড কড়াইল বস্তি জামাইবাজার মাটির রাস্তা সংলগ্ন মো. রাকিব হোসেনের বসতঘরের সামনে অভিযান পরিচালনা করে আনোয়ার বাহিনীর সদস্য মো. রাকিব হোসেনকে (২৪) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রাকিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম।