Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে নদী থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩ মার্চ ২০২৫ ১২:০৮ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ১২:২৫

বারনই নদীতে এভাবেই উদ্ধার করা হয় নিহত ভ্যানচালকের মরদেহ

রাজশাহী: রাজশাহীতে বারনই নদী থেকে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পবা উপজেলার নওহাটা পৌর বাগসারা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম আলতাফ হোসেন (৪৫)। তিনি বাগসারা নওদাপাড়া এলাকার মনসুর আলীর ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম। তিনি জানান, বাগসারা এলাকায় বারনই নদীতে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। পরে সেখানে গিয়ে মরদেহটি পাওয়া যায়। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পানি ডুবে মৃত্যু কি না তাও বোঝা যাচ্ছে না। কী কারণে মৃত্যু হয়েছে সেটি নিয়ে তদন্ত চলছে।

তিনি জানান, মরদেহটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারকে মামলা করার জন্য বলা হয়েছে। পরিবার যেভাবে চাবে সেভাবেই মামলা নেওয়া হবে।

সারাবাংলা/এসডব্লিউ

ভ্যানচালকের মরদেহ উদ্ধার রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর