Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবা, ভাড়ার টাকা নেই: মধ্যরাতে সিজারের ফোন


২২ ডিসেম্বর ২০১৭ ০৯:৫৪

স্পেশাল করেসপন্ডেন্ট

প্রায় দেড় মাস পর নিখোঁজ থাকার পর শিক্ষক ও গবেষক ড. মোবাশ্বার হাসান সিজার ফিরে এসেছেন। গতরাত ১টার দিকে তিনি বনশ্রীর বাসায় ফেরেন। তবে বাসায় ফেরার পথে তার কাছে টাকা ছিল না। আর তাই, ফোন করে বাবাকে জানান, ভাড়ার টাকা নিয়ে বাসার নিচে দাঁড়াতে।

সিজারের বাবা মোতাহার হোসেন সারাবাংলাকে বলেন, “রা‌ত ১টার দিকে সিজার ফিরে আসে। তার আগে আমাকে ফোন দিয়ে সে জানায়, ‘বাবা, ভাড়ার টাকা নেই, টাকা নিয়ে নিচে আসো’।”

তখন আমরা টাকা নিয়ে নিচে যাই। সিএনজি কোথা থেকে সিজারকে নিয়ে এসেছে এ সম্পর্কে কিছু জানিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা ওকে বেশি কিছু জিজ্ঞেস করিনি। খুব স্ট্রেসড অবস্থায় রয়েছে। এখন ঘুমাচ্ছে।’

সিএনজিচালককে কতো টাকা দিয়েছেন জানতে চাইলে মোতাহার হোসেন বলেন, ৫০০ টাকা দিয়েছি।

ছেলের খোঁজ জানতে এর আগে খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মোতাহার হোসেন।

গত ৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মোবাশ্বার হাসান সিজার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি সিজার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। নিখোঁজ হওয়ার দিন, সকাল ৭টায় কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে বের হন তিনি। সন্ধ্যা পৌনে ৭টা থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

সারাবাংলা/জেএ/ এমএইচটি

সিজার নিঁখোজ সিজার ফিরেছেন


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর