নয়াপল্টনে ড. শাহিদা রফিকের জানাজা অনুষ্ঠিত
৩ মার্চ ২০২৫ ১২:৪০ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ১৪:২০
ঢাকা: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ড. শাহিদা রফিকের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ) সকাল ১১টায় এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, আব্দুস সাত্তার পাটোয়ারিসহ কয়েক শ নেতা অংশ নেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘বিভিন্ন দুর্যোগ এবং দুঃসময় যখন ঘনিয়ে এসেছে, আমি যখনই ভাবিকে আমন্ত্রণ জানিয়েছি যে, অফিসে লোকজন নেই, ভয় পাচ্ছে, চারিদিকে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর লোক। অফিসে লোকজন আসলেই ধরে নিয়ে যাচ্ছে। এই যে ফ্যাসিবাদী আমল, সে আমলেও আমি যখন দেখেছি আমি অনেকটা অবরুদ্ধ অবস্থায় আছি, তারপরও যখন ডেকেছি উনাকে উনি কোনো ভয় না পেয়ে চলে এসেছেন, প্রেস মিটিং ডেকেছেন এবং ওই সংকটকালে তার এই উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে।’
‘আজ উনি চলে গেছেন। উনার এই চলে যাওয়াটা অপূরণীয় ক্ষতি। বর্তমান পরিস্থিতিতে উনার বেঁচে থাকাটা খুব জরুরি ছিল। আমরা উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ উনাকে বেহেশত নসিব করুক।’
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিণী অধ্যাপক ড. শাহিদা রফিক রোববার (২ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
সারাবাংলা/এজেড/এসডব্লিউ