Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কের পাশে নারীর লাশ, পুলিশের ধারণা খুন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৫ ১৩:৩০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কের পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধে খুন করে লাশ গাড়িতে করে এনে সড়কের পাশে ফেলে দেওয়া হয়েছে।

সোমবার (৩ মার্চ) সকালে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি এলাকায় আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ৩৬ থেকে ৩৮ বছরের মধ্যে হবে বলে পুলিশ জানিয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন সারাবাংলাকে বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আমরা এক নারীর লাশ উদ্ধার করেছি। সুরতহাল সম্পন্ন হয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করছি, তাকে শ্বাসরোধে খুন করা হয়েছে। এরপর রাতের আঁধারে লাশ সম্ভবত গাড়িতে করে এনে সড়কের পাশে ফেলে দেওয়া হয়েছে।’

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে। মৃতের পরিচয় শনাক্তের জন্য আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

সারাবাংলা/আরডি/এসডব্লিউ

চট্টগ্রাম সড়কে নারীর মরদেহ উদ্ধার