বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবি ইবি শিক্ষার্থীদের
৩ মার্চ ২০২৫ ১৪:০৮
কুষ্টিয়া: বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা।
সোমবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের প্রধান ফটকে তারা এই কর্মসূচি করেন। এ সময় বিসিএসসহ অন্যান্য চাকরির পরীক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে ফি নির্ধারণের দাবি জানান তারা।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে, ‘অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি বাতিল চাই’, বৈষম্যমূলক ফি বাতিল চাওয়া আমাদের অধিকার, কোন অযৌক্তিক আবদার নয়, ‘৪০২০ টাকা ফি কি মগের মুল্লুক?’ ‘শিক্ষানবিশ আইনজীবীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন’, ‘বাংলাদেশ বার কাউন্সিল সুবিবেচক সিদ্ধান্ত নিন’ সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় আবেদন ফি চরম বৈষম্যমূলক। আবেদনের সময় আমাদের একবার ১০৮০ টাকা এবং পরীক্ষায় বসার আবেদনের সময় আবার ৪০২০ টাকা দিতে হচ্ছে। আমরা যারা ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করি পরীক্ষা দিতে ঢাকায় যেতে হয়। সেখানে আরও বড় একটা অঙ্কের টাকা চলে যায়। একদিনে বেকারত্বের অভিশাপ অন্যদিনে অতিরিক্ত ফি এর চাপে আমদের নাকাল হতে হয়। তাছাড়া আমাদের অনেকেরই আবেদন ফি এর টাকায় এক মাসের খরচ চলে যায়। আমাদের দাবি অনতিবিলম্বে বিসিএসসহ অন্যান্য পরিক্ষার ফি এর সাথে সামঞ্জস্য রেখে বার কাউন্সিলের ফি নির্ধারণ করতে হবে।’
তারা আরও বলেন, ‘আমরা আইন পেশায় যুক্ত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার স্বপ্ন দেখি। আমাদের স্বপ্নগুলোকে এভাবে অঙ্কুরেই ভেঙ্গে দেবেন না। বৈষম্যের বিরুদ্ধে বড় একটা গনঅভ্যূত্থান হওয়ার পরেও আমরা বৈষম্য থেকে বের হতে পারিনি। এই বৈষম্য থেকে আমরা মুক্ত হতে চাই। এ সময় তারা ফি কমানো না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।’
সারাবাংলা/এসডব্লিউ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবি