Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাল ও তেলসহ বেশ কিছু পণ্যে ভ্যাট অব্যাহতি

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৫ ১৪:২৩ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ১৮:৫৪

ছবি : প্রতীকী

ঢাকা: বিস্কুট, লবণ, আটা, ময়দা, সুজি, গুঁড়া মরিচ, ধনে, হলুদ, আদা ও কয়েকটি তেলজাতীয় পণ্যে ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (৩ মার্চ) এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

এনবিআরের প্রজ্ঞাপন অনুসারে, রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, কেনোলা অয়েল উৎপাদন পর্যায়ে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ভ্যাট অব্যাহতি থাকবে। সরিষা তেলের উৎপাদন পর্যায়েও ভ্যাট অব্যাহতি থাকবে, যার কোনো সময়সীমা নেই।

এ ছাড়া দেশে উৎপাদিত যেসব পণ্যের ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, সেগুলো হলো- বিস্কুট, লবণ, আটা, ময়দা, সুজি, গুঁড়া মরিচ, ধনে, হলুদ, আদা, চালের কুঁড়ার তেল, সূর্যমুখী তেল, রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, কেনোলা অয়েল, ডাল বা ডাল জাতীয় খাদ্যশস্য

সারাবাংলা/ইএইচটি/আরএস

এনবিআর ভ্যাট অব্যাহতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর