Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ কেজি এলপিজির দাম ২৮ টাকা কমলো

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৫ ১৫:৪৫ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ১৮:৫৩

ঢাকা: টানা দুই মাস বৃদ্ধির পর তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে এক হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিল এক হাজার ৪৭৮ টাকা। নতুন দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হচ্ছে।

সোমবার (৩ মার্চ) বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ নতুন দাম ঘোষণা করেন।

এ ছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম ১ টাকা ৩১ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪৩ পয়সায় সমন্বয় করা হয়েছে।

এর আগে, ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৪৭৮ টাকা। এরও আগে গত জানুয়ারি মাসে দাম ছিল ১ হাজার ৪৫৯ টাকা।

সারাবাংলা/জেআর/ইআ

এলপিজি বিইআরসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর