Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৩৩ কোটি টাকা পাচার
সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৫ ১৬:৪৯ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ১৮:৫৩

সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা: ১৩৩ কোটি টাকা পাচারের মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৩ মার্চ) দুপুরে সিআইডির ঊর্ধ্বতন এক কর্মকর্তা তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

সিআইডি জানায়, ইমরানের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সে মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী ১৩৩ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন, তৌহিদুল আলম জেনিথ ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে মামলা করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি লঙ্ঘন করে অনুমোদনহীন ব্রাহমা জাতের গরু আমদানি, ভুটান ও নেপাল হতে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রয় করার প্রমাণ পাওয়া যায়।

টেকনাফ ও উখিয়া, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা দিয়ে থাইল্যান্ড ও মিয়ানমার হতে চোরাচালানের মাধ্যমে গরু ও মহিষ বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রি করা হয় সাদিক অ্যাগ্রোর মাধ্যমে। অবৈধভাবে উপার্জিত অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ১২১ কোটি ৩২ লাখ ১৫ হাজার ১৪৪ টাকা হস্তান্তর ও স্থানান্তর করেন ইমরান হোসেন।

সারাবাংলা/ইউজে/পিটিএম

গ্রেফতার চেয়ারম্যান সাদিক অ্যাগ্রো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর