বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন প্রস্তাবে ড. ইউনূসের অনুমোদন
৩ মার্চ ২০২৫ ১৭:৪১ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ২০:২৩
ঢাকা: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (৩ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের তথ্য জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) কাছে চিঠি পাঠিয়েছে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যালাইট-১’ করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা ওই চিঠির বিষয়টি ছিলো ‘উপদেষ্টা পরিষদ বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন’।
চিঠিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ (বিএস-১) এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ (বিএস-১) করণের প্রস্তাব প্রধান উপদেষ্টা সদয় অনুমোদন করেছেন। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘নাম পরিবর্তনের বিষয়টি উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়েছে। আমরা ওই চিঠি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডেকে পাঠিয়ে দিয়েছি। প্রতিষ্ঠানটি নাম পরিবর্তনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে।’
সারাবাংলা/ইএইচটি/এনজে