Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপরাধের পরিমাণ আগের চেয়ে কমেছে- দাবি স্বরাষ্ট্র সচিবের

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৫ ১৭:৫৯ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ১৮:০১

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি – (ফাইল ছবি)

ঢাকা: দেশে অপরাধের পরিমাণ আগের চেয়ে কমেছে- বলে দাবি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।

সোমবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

নাসিমুল গনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট নাম না থাকার কোনো সিদ্ধান্ত হয়নি। রাজধানীতে ছিঁচকে চুরি, ছিনতাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। প্রতিদিনই ছোটখাট কিছু ঘটলেও নিরাপত্তাহীনতার বড় কোনো কারণ নেই। তথ্য-উপাত্ত দেখলে কিন্তু বোঝা যায় অপরাধ কমেছে।’

স্বরাষ্ট্র সচিব বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োগ যেভাবে চলছিল সেভাবেই চলবে। রোজা এবং ঈদকে সামনে রেখে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘ছুটির দিনেও বসে নেই। ১২-১৪ ঘণ্টা কাজ করছে বাহিনীর লোকগুলো, চেষ্টার কোনো ত্রুটি নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হবে।’

সারাবাংলা/এমএইচ/আরএস

অপরাধ স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি