Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরামপুরে ইজিবাইকে কার্ভাডভ্যানের ধাক্কা, শিক্ষার্থীসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৫ ১৮:৫৭ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ২০:২৩

প্রতীকী ছবি। সড়ক দুর্ঘটনা

দিনাজপুর: জেলার বিরামপুরে ইজিবাইকে কার্ভাডভ্যানের ধাক্কায় দশম শ্রেণির শিক্ষার্থীসহ দু’জন নিহত হয়েছেন।

সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলার বিছকিনি গ্রামের ঘোড়াঘাট রেলঘুণ্টি এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বিরামপুর আর্দশ হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সায়েম ইসলাম (১৬) ও নবাবগঞ্জ উপজেলার আন্দোলগ্রামের ইজিবাইক চালক নুরুজ্জামান হোসেন (৩৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, ‘দুপুরে কোচিং শেষে ইজিবাইকে বাড়ি ফেরার পথে উপজেলার রেলঘুন্টি এলাকায় একটি কার্ভাডভ্যান ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিক্ষার্থী সায়েম নিহত হন এবং আহত অবস্থায় ইজিবাইকের চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়।’

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

সারাবাংলা/পিটিএম

ইজিবাইক ধাক্কা নিহত বিরামপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর