Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে শালবনে আগুন, পুড়েছে ৭ হেক্টর বাগান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৫ ১৯:০৩ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ২৩:১৯

সিংড়া শালবনে আগুন লেগে সাত হেক্টর বাগান পুড়ে গেছে। ছবি: সংগৃহীত

দিনাজপুর: জেলার বীরগঞ্জ উপজেলায় জাতীয় উদ্যান সিংড়া শালবনে আগুন লেগে সাত হেক্টর বাগান পুড়ে গেছে।

সোমবার (৩ মার্চ) আনুমানিক দুপুর দেড়টায় বনের উত্তরপ্রান্তে বেত বাগান অংশে এই আগুন লাগে। এতে সাত হেক্টর জমির বেত বাগান পুড়ে গেছে।

দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে।

সংশ্লিষ্ট বিট কর্মকর্তা গয়া প্রসাদ পাল জানায়, দুপুরে টহল দিতে গিয়ে বন বিভাগের লোক আগুন দেখতে পান। পরে বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঠিক কী কারনে আগুন লেগেছে বা আগুনের উৎপত্তি কীভাবে এখনো জানা যায়নি। প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা যায়নি। তবে বড় কোনো গাছ পুড়ে যায়নি বলে জানান তিনি।

বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোসলেম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। মোট দুটি গাড়ি আনা হয়েছে। বনের উত্তরপ্রান্তে বেত বাগানে আগুনটা লেগেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। বড় গাছের তেমন কোনো ক্ষতি হয়নি। ছোট গাছগুলো বেশি পুড়েছে। আমরা এখনো পুড়ে যাওয়া গাছের সংখ্যা বা ক্ষতির পরিমাণ হিসাব করতে পারিনি।’

উল্লেখ্য, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নে সিংড়া শালবনের অবস্থান। দিনাজপুর সামাজিক বন বিভাগের তথ্য অনুযায়ী ৮৫৯ দশমিক ৯৩ একর জমির উপরে সিংড়া শালবন। শাল ছাড়াও এই বনে রয়েছে জারুল, তরুল, শিলকড়ই, শিমুল, মিনজীরি, সেগুন, গামারি, আকাশমনি, ঘোড়ানিম, সোনালু, গুটিজাম, হরিতকী, বয়রা, আমলকী, বেতসহ বিভিন্ন রকমের উদ্ভিদ, লতাগুল্ম, ভেষজ ও ফুলের গাছ।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

আগুন টপ নিউজ বনবিভাগ শালবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর