‘হিমাগার আলুর ভাড়া ৬.৭৫ টাকা নির্ধারণ অন্যায্য ও কৃষক স্বার্থবিরোধী’
৩ মার্চ ২০২৫ ১৯:২২ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ২০:২৩
ঢাকা: সরকার কর্তৃক হিমাগারে প্রতি কেজি আলুর ভাড়া ৬.৭৫ টাকা নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় কমিটি বলেছে, এ সিদ্ধান্ত অগণতান্ত্রিক, অন্যায্য ও কৃষক স্বার্থবিরোধী।
সোমবার (৩ মার্চ) বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আহসানুল আরেফিন তিতু ও সাধারণ সম্পাদক অজিত দাস গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, হিমাগারে প্রতি কেজি আলুর ভাড়া ৬.৭৫ টাকা নির্ধারণ করে কৃষি বিপনণ অধিদফতর বলেছে, এতে নাকি কৃষকের উপকার হবে! বাস্তবে এতে মুনাফা দ্বিগুণ হবে কোল্ডস্টোর মালিকদের, সর্বনাশ হবে আলুচাষীদের। তাই বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন সরকার কর্তৃক কোল্ডস্টোরেজ মালিকদের তোষণের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে।
বিবৃতিতে আরও বলা হয়, এ বছর কোল্ডস্টোরেজ মালিকরা রাতারাতি প্রতিকেজি আলুর ভাড়া ৮ টাকা করার সিদ্ধান্ত নেয়। যা গত বছর ছিলো ৪ টাকা। এ প্রেক্ষিতে কোল্ডস্টোরেজ মালিক, আলুচাষী প্রতিনিধি এবং প্রশাসনের ত্রিপাক্ষিক বৈঠকের আহ্বান জানানো হয়েছিল। কিন্তু কৃষি মন্ত্রণালয় আন্দোলনকারী আলুচাষীদের কথা না শুনে একতরফাভাবে বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের সাথে কথা বলে প্রতিকেজি আলুর ভাড়া ৬.৭৫ টাকা নির্ধারণ করে দিয়েছে, যা অগণতান্ত্রিক, অন্যায্য ও কৃষক স্বার্থবিরোধী। আলুচাষীরা এই ভাড়া ১.৫০ টাকা করার দাবি জানিয়েছিল।
বিবৃতিতে অবিলম্বে প্রতি কেজি আলুর স্টোর ভাড়া ১.৫০ টাকা, ধানের মত আলুরও সরকারি রেট ঘোষণা করে আলুচাষীদের কাছ থেকে আলু কিনে সংরক্ষণ এবং বিদেশে রফতানির ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত আলুচাষীদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এ বছর আলুর দাম না পেয়ে সর্বস্বান্ত হওয়ার পথে আলুচাষীরা। প্রতি কেজি আলু উৎপাদন করতে খরচ হয়েছে ২০ টাকার উপরে। কোল্ডস্টোর ভাড়া বেশি হওয়ায় আলু সেখানে রাখা সম্ভব হচ্ছে না। অন্যদিকে আলু উৎপাদন খরচের অর্ধেক দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা।
সারাবাংলা/এএইচএইচ/আরএস
বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় কমিটি হিমাগারে আলুর ভাড়া