আইনশৃঙ্খলার অবনতিতে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার উদ্বেগ
৩ মার্চ ২০২৫ ২০:৩৫ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ২১:৫১
ঢাকা: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খুন-ধর্ষণ, ছিনতাই-চুরি-ডাকাতি, মেলা-খেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে বাধা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা।
সোমবার রাজধানীর আ ফ ম মাহবুবুল হক মিলনায়তনে অনুষ্ঠিত এক বৈঠকে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার নেতারা এ উদ্বেগ প্রকাশ করেন।
বাম মোর্চার নেতারা বলেন, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে সরকার ব্যর্থ হচ্ছে। কালোবাজারি-সিন্ডিকেট ভেঙ্গে দেওয়ার উদ্যোগ না নিয়ে ইতোপূর্বে জনস্বার্থের বিপরীতে সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়ানো হয়। নতুন করে আবারও বোতলজাত সয়াবিনের সরবরাহ কমিয়ে দিয়েছে সিন্ডিকেট। অন্যদিকে চুরি-অপচয়ের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সিস্টেম লসের নামে চুরি-অদক্ষতার দায় ভোক্তাদের উপর চাপিয়ে পতিত সরকার যেমন দফায় দফায় দ্রব্য মূল্য বাড়িয়েছিল, এ সরকারও সেই জনস্বার্থবিরোধী পথেই হাঁটছে।
নেতারা আরও বলেন, দেশে সবচাইতে অবহেলিত হচ্ছে মানুষ গড়ার কারিগর খ্যাত শিক্ষক ও দেশের মূলশক্তি শ্রমজীবী মানুষ। শিক্ষকরা বেশ কয়েকদিন ধরে প্রেসক্লাবের সামনের রাস্তা জুড়ে বসে আছেন। পতিত সরকার তাদের অবহেলা করেছে, নির্যাতন করেছে। এ সরকারও সেই অবহেলা নির্যাতনই করছে।
নেতারা অবিলম্বে বাজার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন- মোর্চার সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহবায়ক নাসির উদ্দীন আহম্মদ নাসু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মুকুল, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান প্রমুখ।
সারাবাংলা/এএইচএইচ/আরএস