ভাঙার ৪৮ ঘণ্টা পর ১২ দলীয় জোটে জোড়া
৩ মার্চ ২০২৫ ২১:০৩ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ২৩:১৯
ঢাকা: ভাঙার ৪৮ ঘণ্টা পর জোড়া লেগে গেছে ১২ দলীয় জোটে। দলবলসহ জোট থেকে বেরিয়ে যাওয়া জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার জোটে ফিরেছেন।
সোমবার (৩ মার্চ) বিকেলে খিলগাঁওয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ১২ দলীয় জোট নেতাদের ডেকে ভুল বোঝা-বুঝির অবসান ঘটান মোস্তফা জামাল হয়দার এবং জোটের অখণ্ডতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
মোস্তফা জামাল হায়দারের ডাকে সাড়া দিয়ে সভায় অংশ নেন জোটের মুখপাত্র এবং বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোট মহাসচিব মাওলানা আব্দুল করিম, নয়া গণতান্ত্রিক পার্টি সভাপতি মাস্টার এম এ মান্নান, জমিয়ত উলামা ইসলামী বাংলাদেশের সাংঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, বাংলাদেশ এলডিপি মহাসচিব তমিজউদ্দিন টিটু ও লেবার পার্টির মহাসচিব মো. আমিনুল ইসলাম প্রমুখ।
সভা শেষে ১২ দলীয় জোটের মুখপাত্র শাহদাত হোসেন সেলিম সারাবাংলাকে বলেন, ‘‘আজ আমরা জোট প্রধানের আমন্ত্রণে তার দলীয় কার্যালয়ে বসেছিলাম। আমাদের মধ্যে যে ভুল বোঝা-বুঝির সৃষ্টি হয়েছিল, সেটির অবসান হয়েছে। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দ্রুত নির্বাচনের দাবিতে ১২ দলীয় জোট রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, ১ মার্চ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে ১২ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন মোস্তফা জামাল হায়দার। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কোনো নেতিবাচক মন্তব্য না করে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় নেন জোটের মুখপাত্র শাহদাত হোসেন সেলিম।
সারাবাংলা/এজেড/এসআর