Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন বুয়েটের আবরার ফাহাদ

স্পেশাল করেসপডেন্ট
৩ মার্চ ২০২৫ ২২:০০ | আপডেট: ৪ মার্চ ২০২৫ ০১:৪০

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ। ছবি: সংগৃহীত

ঢাকা: এবারের মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ।

সোমবার (৩ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান।

তবে আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়া নিয়ে নানা মহলে প্রশ্ন দেখা দিয়েছে। তাকে নিয়ে পক্ষ-বিপক্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন লোকজন।

এবার আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়া নিয়ে মুখ খুলেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (৩ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন তিনি।

ফেসবুক পোস্টে সংস্কৃতি উপদেষ্টা লিখেছেন, এবারের স্বাধীনতা পদক একুশে পদকের মতোই অনন্য হবে। আবরার ফাহাদের কথাটা যে কোনোভাবেই হোক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেক সাংবাদিক ভাই-বোন এর সত্যতা জানতে চেয়েছেন। তাদের সবার জন্য উত্তর- একটু অপেক্ষা করেন, পুরো তালিকাই জানতে পারবেন। অসাধারণ সব নাম দেখতে পাবেন।

তিনি লিখেছেন, ‘এবার আসি এই পোস্ট লেখার আসল কারণে। আবরার ফাহাদের নাম সামনে আসায় সব স্তরের মানুষের উচ্ছ্বসিত প্রশংসার পাশাপাশি একটা নির্দিষ্ট দলের লোকদের অবুঝ প্রশ্ন দেখতে পাচ্ছি, ‘আবরার ফাহাদকে স্বাধীনতা পদক কি বিবেচনায় দেওয়া হবে? কী বিবেচনায় দেওয়া উচিত সেটা ব্যাখ্যা না করে আমি বলতে চাই কোন ক্যাটাগরিতে দেওয়া উচিত। তাহলেই কেন দেওয়া উচিতের উত্তর পাওয়া যাবে।‘

তিনি বলেন, ‘আমার একান্ত ব্যক্তিগত বিবেচনা- আবরার ফাহাদের ক্যাটাগরি হওয়া উচিত ‘মুক্তিযুদ্ধ’! মুক্তিযুদ্ধের ফল স্বাধীনতা। স্বাধীনতার প্রধান শর্ত সার্বভৌমত্ব। আর সার্বভৌমত্বের ভ্যানগার্ড আবরার ফাহাদ। আবরার ফাহাদ একটা প্রতীক, যার শক্তি যদি আপনি অনুমান না করতে পারেন, তাহলে বলব জুলাইতে ফিরে যান। গিয়ে তরুণবক্ষে কান পাতেন। যার নিঃশ্বাস শুনবেন তার নামই আবরার ফাহাদ।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এইচআই

আবরার ফাহাদ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্বাধীনতা পদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর