Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে গণপিটুনিতে নিহত ২, গুলিবিদ্ধ ৫

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৫ ০১:২৪ | আপডেট: ৪ মার্চ ২০২৫ ১৭:৩৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গণপিটুনিতে দু’জন নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও কমপক্ষে পাঁচজন।

সোমবার (৩ মার্চ) রাতে উপজেলার এওচিয়া ইউনিয়নের চূড়ামণি গ্রামের ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু সারাবাংলাকে দু’জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার বিষয়ে স্থানীয়দের কাছ থেকে দু’ধরনের বক্তব্য পাওয়া গেছে। একপক্ষ জানিয়েছে, একদল ডাকাতকে স্থানীয় জনতা ঘিরে ফেললে তারা পালানোর সময় এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে স্থানীয়দের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হন। এরপর জনতা দুজনকে ধরে গণপিটুনি দিলে তারা ঘটনাস্থলে মারা যান।

আরেকপক্ষের দাবি, আধিপত্য বিস্তার নিয়ে সাতকানিয়ায় প্রভাবশালী একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীদের দু’পক্ষের মধ্যে প্রথমে গোলাগুলি হয়। পরে স্থানীয় জনতা সংঘবদ্ধ হয়ে দুজনকে ধরে পিটুনি দেয়।

দিদারুল আলম নামে স্থানীয় এক ব্যক্তি সারাবাংলাকে বলেন, ‘রাত ১০টার দিকে এওচিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে ছনখোলা এলাকা থেকে প্রথমে গোলাগুলির শব্দ ভেসে আসে। কিছুক্ষণ পর ডাকাত, ডাকাত বলে স্থানীয় লোকজন চিৎকার শুরু করে। ঘণ্টাখানেক পর গণপিটুনিতে নিহত দু’জনের লাশ সেখানে পড়ে থাকতে দেখা যায়।’

ঘটনার খবর পেয়ে চট্টগ্রামের পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গেছেন। এসপি সাইফুল ইসলাম সানতু সারাবাংলাকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিষয়টি পুরোপুরি এখনও ক্লিয়ার হতে পারিনি। কী কারণে এ ঘটনা ঘটল, সেটা আমরা খতিয়ে দেখছি।’

এদিকে ঘটনাস্থল থেকে আহত পাঁচ জনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের নগরীর পাঁচলাইশে বেসরকারি পার্কভিউ হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

বিজ্ঞাপন

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত জেলার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে এখানে আনা হয়েছিল। পরে তাদের আবার পার্কভিউতে নেওয়া হয়েছে। তাদের নাম-পরিচয় সংগ্রহ করা সম্ভব হয়নি।’

সারাবাংলা/আরডি/পিটিএম

গণপিটুনি চট্টগ্রাম নিহত

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর