Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিকের নিয়োগপত্র পাচ্ছেন তৃতীয় ধাপের ৬৫৩১ জন, কাজে যোগদান ১২ মার্চ

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৫ ০১:৩৯

ঢাকা: অবশেষে নিয়োগ পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে সুপারিশ পাওয়া ৬ হাজার ৫৩১ জন চাকরি প্রত্যাশী। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য তাদের নিয়োগপত্র জারি, যোগদান ও পদায়নের বিষয়ে প্রশাসনিক অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৪ মার্চ) এই চাকরি প্রত্যাশীদের নিয়োগপত্র জারি করা হবে। আর ১২ মার্চ কাজে যোগদান করবেন তারা। সেজন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তাদের যোগদানের ব্যবস্থা করতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। সোমবার (৩ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক আদেশে অধিদফতরকে এই নির্দেশ দেয়।

বিজ্ঞাপন

এর আগে ওই ৬ হাজার ৫৩১ জনের প্রকাশিত ফল বাতিলসংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদফতরের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সময়সূচি উল্লেখ করে অধিদফতরকে প্রশাসনিক অনুমোদন দিয়ে নির্দেশনাপত্র পাঠায়। সেখানে বলা হয়, নির্বাচিত প্রার্থীদের মধ্যে যারা স্বাস্থ্য পরীক্ষা করে অন্যান্য কাগজপত্র জমা দিয়েছেন তাদের অনুকূলে আগামীকাল ৪ মার্চ নিয়োগপত্র জারি করতে হবে। এর পর নিয়োগ পাওয়া শিক্ষকদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে ১২ মার্চ।

আর ১৩ মার্চের মধ্যে প্রার্থীদের পূরণ করা পুলিশ ভেরিফিকেশন ফরম জেলা পুলিশ সুপার (এসবি) বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যালয়ে পাঠাতে হবে। একই দিনে শিক্ষকদের পদায়নের আদেশ জারি করতে হবে।

বিজ্ঞাপন

তার পর নির্ধারিত সময়ে প্রাথমিকভাবে নির্বাচিত কোনো প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র জারি না হলে, জেলা কার্যালয়ে যোগ না দিলে বা পদায়িত বিদ্যালয়ে যোগ না দিলে কারণসহ সেই তালিকা ২০ মার্চ অধিদফতরে পাঠানোর ব্যবস্থা করার কথা রয়েছে সেই নির্দেশনায়।

সারাবাংলা/জেআর/পিটিএম

১২ মার্চ কাজে যোগদান টপ নিউজ তৃতীয় ধাপ নিয়োগ প্রাথমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর