জবির ছাত্রকে নির্যাতন, বিএনপি নেতাকে আটকের দাবিতে বিক্ষোভ
৪ মার্চ ২০২৫ ০৪:০৫
ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুল্লাহ হাবিবকে আটকিয়ে রেখে ৩৮ নম্বর ওয়ার্ডের ওয়ারী থানা বিএনপি ও নবাবপুর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল হক সহিদ অমানবিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি হাবিবকে উদ্ধার করতে যাওয়া পাঁচ শিক্ষার্থী সহিদের বাসা থেকে ফেলা কাঁচ ও ইট-পাথর ছোড়ায় আহত হন।
এদিকে ওই বিএনপি নেতাকে আটকের দাবিতে তার বাসার সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (৩ মার্চ) বাকবিতণ্ডাকে কেন্দ্র করে টিপু সুলতান রোড থেকে হাবিবকে আটক করে বাসায় আটকিয়ে অমানবিক নির্যাতন চালায় সহিদ। পরে ক্যাম্পাসে খবর পৌঁছলে তাকে উদ্ধার করতে যান শির্ক্ষাথীরা। এ সময় সহিদুলের বাসা থেকে ফেলা কাঁচ ও ইট-পাথরের আঘাত আহত হন পাঁচ শিক্ষার্থী।
আহত শিক্ষার্থীরা ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে প্রাথমিক চিকিৎসা নেন। আহতরা হলেন নাহিদ, সম্রাট, ইসতিয়াক রাতুল, আল মামুন, হবিবুর ও জিম।
জবির শিক্ষার্থীর মারধরের দাবিতে সহিদুলকে ৩০ মিনিটের মাঝে গ্রেফতারের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। এ বিষয়ে জবির শিক্ষার্থী মাকছুদুর রহমান বলেন, ‘সহিদুলকে এই মুহূর্তে আটক করতে হবে। তার সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব।’
উল্লেখ্য, এ ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতেও শিক্ষার্থীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। শহিদুলে গ্রেফতারের দাবিতে তার বাড়ির সামনে অবস্থান নিয়েছেন তারা।
সারাবাংলা/পিটিএম