Tuesday 04 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে কীন ব্রিজের নিচে রিকশাচালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৪ মার্চ ২০২৫ ০৮:২৫ | আপডেট: ৪ মার্চ ২০২৫ ১০:০৯

কীন ব্রিজের নিচ থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ

সিলেট: নগরীর কীন ব্রিজের নিচ থেকে শরিফুল ইসলাম (২৮) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) রাতে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহের সঙ্গে থাকা একটি প্রেসক্রিপশন থেকে শরিফুলের নাম জানা গেলেও পুরো পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, শরিফুল কীন ব্রিজের নিচেই রাত যাপন করতেন ও দিনে রিকশা চালাতেন। কয়েকদিন ধরে তার শরীর খারাপ ছিল। সোমবার দুপুরে তিনি টিকিট কেটে রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখান। পরে সন্ধ্যায় তার নিথর দেহ কীন ব্রিজের নিচে পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সিলেট কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক জানান, মরদেহের ময়নাতদন্ত হবে। মৃত যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, অসুস্থতার কারণেই তিনি মারা গেছেন।

সারাবাংলা/এসডব্লিউ

রিকশাচালকের মরদেহ উদ্ধার সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর