Tuesday 04 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৪ মার্চ ২০২৫ ০৮:৩৭ | আপডেট: ৪ মার্চ ২০২৫ ১০:০৮

প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার মালতিনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেকজন।

সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে শহরের মালতিনগর খন্দকার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম পারভেজ (২৫)। তিনি মালতিনগর নতুন পাড়ার রিয়াজুল ইসলামের ছেলে। পারভেজ পেশায় রাজমিস্ত্রীর সহকারী ছিলেন। গুরুতর আহত ব্যক্তির নাম আতিকুল ইসলাম (২৪)। তিনি একই এলাকার বাসিন্দা।

নিহত পারভেজের খালাতো ভাই মাসুদ রানা জানান, একই এলাকার কিছু যুবকের সঙ্গে রোববার (২ মার্চ) বিকেলে পারভেজের মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার ইফতারের পর ওই যুবকরা পারভেজকে বাড়ি থেকে ডেকে আনেন। এ সময় আতিকুল পারভেজের সঙ্গে ছিলেন। মালতিনগর খন্দকার
পাড়ায় বগুড়া আর্ট কলেজের সামনে নির্জন স্থানে তাদের মধ্যে আবারও মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে পারভেজ ও আতিকুল দৌড় দিলে তাদের পিছু ধাওয়া করে উপুর্যপরি ছুরিকাঘাত করে অপর পক্ষ। তারা দুইজনই গলি পথের মধ্যে অনেক সময় পড়ে থাকে। পরে খবর পেয়ে পরিবারের লোকজন বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আতিকুল চিকিৎসাধীন রয়েছেন।

বনানী ফাঁড়ির এসআই ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয় কিশোর গ্যাং এর দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটেছে। জড়িত কয়েকজনের নাম জানা গেছে।

সারাবাংলা/এসডব্লিউ

ছুরিকাঘাতে নিহত ১ বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর