Tuesday 04 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জের যাদুকাটা নদীর পাড় কাটা নিয়ে সংঘর্ষ, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৪ মার্চ ২০২৫ ০৮:৫৯

তাহিরপুরের যাদুকাটা নদীর পাড়

সুনামগঞ্জ: জেলার তাহিরপুরের যাদুকাটা নদীর পাড় কাটায় বাধা ও জায়গা দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

সোমবার (৩ মার্চ) উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের বাঁশ বাগানের পূর্ব পাশে যাদুকাটা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসীরা জানান, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সদস্য ও ঘাগটিয়া গ্রামের বাসিন্দা রানু মিয়ার নেতৃত্বে দীর্ঘদিন ধরে যাদুকাটা নদীতে ঘেঁষে বাশঁ বাগান এর পূর্ব পাশে ও এর আশপাশ এবং পাকা রাস্তার মাথায় এক কিলোমিটার এলাকার পাড় কেটে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করার অভিযোগ রয়েছে। এই জায়গা নিয়ে আগেও একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে এমনকি মামলাও হয়। কিন্তু রানু মেম্বার ৫ আগস্টের আগে আওয়ামী লীগের ছত্রছায়ায় আধিপত্য বিস্তার করে এই অনিয়ম করেন। বর্তমান সময়ও বিএনপির সহায়তায় এই অনিয়ম চালিয়ে যাচ্ছিলেন তিনি।

ঘটনার দিন রানু মেম্বারের নেতৃত্বে বাশঁ বাগান এর পূর্ব পাশের জায়গা থেকে পাড় কেটে ও সেইভ মেশিন চালিয়ে বালু উত্তোলন করছিলেন তার লোকজন। এ সময় একেই ইউনিয়নের গড়কাটি গ্রামের আশরাফ তালুকদার ও তার ছেলে জুবায়ের তালুকদারসহ সঙ্গবদ্ধরা জায়গার মালিকানা দাবী করে বাধা দেন। এ সময় রানু মেম্বারের লোকজন তাদের উপর আক্রমণ করেন। এতে গুরুতর আহত হন আশরাফ তালুকদার ও জুবায়ের তালুকদার।

খবর পেয়ে পরিবারের লোকজন বাঁশ বাগান এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথম তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন তাদের।

বিজ্ঞাপন

স্থানীয় এলাকাবাসী কাছ থেকে খোঁজ নিয়ে আরও জানা গেছে, ঘাগটিয়া গ্রামের সরকারি পুকুর পাড় এলাকায় প্রতিদিনই বালু উত্তোলন করছেন রানু মেম্বার, মুসা আলাম,কামাল হোসেন, সাইফুল,সুবেল মিয়াসহ ১০-১৫ জনের একটি চক্র। এ কারণে ঘাগটিয়া গ্রাম বিলিন হওয়ার পথে রয়েছে। অনেকেই বসত বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। তবুও এই পাড় কাটা কোনোভাবে বন্ধ হচ্ছে না। এ কারণে সচেতন মহলে চরম ক্ষোভ বিরাজ করছে।

এই বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অবস্থান করছেন। এই বিষয়ে কোনো পক্ষে কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ

আহত তাহিরপুর পাড় কাটা নিয়ে সংঘর্ষ যাদুকাটা নদী সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর