Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে দেড় শতাধিক দেশিয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২০

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৪ মার্চ ২০২৫ ১০:২৪ | আপডেট: ৪ মার্চ ২০২৫ ১০:২৮

নরসিংদীতে সন্ত্রাসীকে গ্রেফতার ও দেড় শতাধিক দেশিয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী

নরসিংদী: নরসিংদীর দুর্গম চরাঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে ২০ সন্ত্রাসীকে গ্রেফতার ও দেড় শতাধিক দেশিয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। সোমবার (৩ মার্চ) রাতে আএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার দিনব্যাপী রায়পুরার একটি দুর্গম চরে এই অভিযান চালানো হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড, আর্মি এভিয়েশন, র‍্যাব, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায়।

বিজ্ঞাপন

এ সময় দেড় শতাধিক ধারালো অস্ত্র, তিনটি মোবাইল ফোন এবং ২০ জন চিহ্নিত সন্ত্রাসী ও সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরে আটকদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সারাবাংলা/এসডব্লিউ

গ্রেফতার ২০ দেশিয় অস্ত্র উদ্ধার নরসিংদী যৌথ বাহিনীর অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর