Tuesday 04 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেরোবি গবেষণা প্রবন্ধ জালিয়াতির অভিযোগ: তদন্ত কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৫ ১১:১৮ | আপডেট: ৪ মার্চ ২০২৫ ১৪:৩৪

দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম।

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলামসহ কয়েকজন শিক্ষার্থীর গবেষণা প্রবন্ধ জালিয়াতির অভিযোগ তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিন সদস্যের এই কমিটিতে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. তাজুল ইসলামকে আহবায়ক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমানকে সদস্য এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামানকে সদস্য সচিব করা হয়েছে।

এর আগে, গবেষণা প্রবন্ধ জালিয়াতির অভিযোগে অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলামের যৌথভাবে প্রকাশিত সাতটি গবেষণা আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসভিয়া তার high impact factor-এর একটি জার্নাল Science of the Total Environment থেকে প্রত্যাহার করে নেয়। এলসেভিয়ারের জার্নালের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, ভলিউম ৮৮৯-এর “Managing the invisible threat of microplastics in marine ecosystems: Lessons from coast of the Bay of Bengal” গবেষণাটি প্রত্যাহার করে নেওয়া হয়। আর্টিকেলটির ১২ জন অথরের প্রথম চারজনই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের, যার মধ্যে অধ্যাপক আবু রেজা মো. তৌফিকুল ইসলামও আছেন।

ওই জার্নালটির বিভিন্ন সংখ্যায় প্রকাশিত এ রকম সাতটি প্রবন্ধ প্রত্যাহার করা হয়েছে, যার সবগুলোতেই এই অধ্যাপকসহ বুয়েট, রুয়েট, নোবিপ্রবি, হাবিপ্রবি শিক্ষক ও শিক্ষার্থীর নাম রয়েছে।

এলসভিয়ার আর্টিকেলগুলো প্রত্যাহারের কারণ হিসেবে উল্লেখ করেন, আর্টিকেলগুলো প্রকাশনার পর Elsevier- (Research Integrity & Publishing Ethics) দল কর্তৃক পরিচালিত একটি তদন্তে দেখা যায় যে, গবেষণা নিবন্ধের জন্য গবেষকদের নিকট থেকে জমা দেওয়া রিভিউয়ারদের নাম ছিল ভুয়া ও জাল। পরিচিত একজন বিজ্ঞানীর নাম ব্যবহার করে তার অজ্ঞাতসারে ভুয়া রিভিউ করে পেপারগুলো জমা দেওয়া হয়।

বিজ্ঞাপন

এদিকে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং তার সুনাম ক্ষুণ্ণ করার একটি চক্রান্ত বলে উল্লেখ করেছেন অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম বলেন, এটি এডিটর ও করেসপন্ডেন্টের মধ্যে ইস্যু। এখানে আমাদের বাকি অথরের ভুল নেই। আমরা শুধু রিভিউ করেছি।

তিনি বলেন, আমি আমার জীবনের অধিকাংশ সময় গবেষণা ও শিক্ষার উন্নয়নে ব্যয় করেছি। বাংলাদেশের গবেষণাকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করতে নিরলস পরিশ্রম করেছি। এরই স্বীকৃতি হিসেবে আমি বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীদের তালিকায় জায়গা পেয়েছি। আমার এই সাফল্য কিছু মহল মেনে নিতে পারছে না, তাই তারা উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী দ্রুত সময়ের মধ্যে তদন্তের প্রতিবেদন দাখিল করতে বলেছেন।

সারাবাংলা/ইআ

তদন্ত কমিটি গঠন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর