লাইসেন্স বাতিল না করার দাবিতে বিটিআরসিতে থানা আইএসপি’র অবস্থান
৪ মার্চ ২০২৫ ১৪:১২ | আপডেট: ৪ মার্চ ২০২৫ ১৭:২৭
ঢাকা: থানা আইএসপিসহ কোনো প্রকার লাইসেন্স বাতিল না করার দাবি জানিয়েছেন দেশের প্রান্তিক পর্যায়ের ইন্টারনেট ব্যবসায়ীরা। এ ছাড়া সকল প্রকার লাইসেন্স আপগ্রেডেশনের সুযোগ, মোবাইল অপারেটররা যেন কোনোভাবেই ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে না পারে তা নিশ্চিত করাসহ আরও বেশ কয়েকটি দাবি জানিয়েছেন তারা।

পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। ছবি: সারাবাংলা
মঙ্গলবার (৪ মার্চ) সকাল থেকে এসব দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন থানা আইসপি ব্যবসায়ীরা। এদিন দুপুর ১টার দিকে থানা আইএসপির ছয় জন প্রতিনিধি বিটিআরসির এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেন।
সরেজমিনে দেখা গেছে, বিটিআরসি ভবনের নিচ তলায় অবস্থান নিয়েছেন কয়েক’শ থানা আইএসপি সদস্য। দেশের প্রত্যন্ত অঞ্চলের আইএসপি সদস্যরাও এতে অবস্থান নিয়েছেন। এর আগে, সকাল ১১টা থেকেই বিটিআরসিতে থানা আইএসপি প্রতিনিধিদের ভিড় বাড়তে থাকে। পরে দুপুর পৌনে ১টার দিকে ছয় সদস্যের প্রতিনিধিকে ডাকে বিটিআরসির কর্মকর্তারা। সেখানে বিটিআরসির কমিশনারের সঙ্গে আইএসপি’র বৈঠক চলছে বলে জানিয়েছেন অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া প্রতিনিধিরা।

বিটিআরসির ডিজির সঙ্গে থাকা আইএসপি’র বৈঠক চলছে। ছবি: সারাবাংলা
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আইএসপি সদস্যরা জানান, দাবি-দাওয়া নিয়ে থানা আইএসপি সদস্য আনোয়ার আহমেদ মিঠু, সাঈদ ঈ আজমী শাওন, আলমগীর হোসেন, জুবায়ের আহমেদ, রাইসুল ইসলাম তুহিন ও তারিক হাসান তূর্য বিটিআরসির এক উর্ধতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করছেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আইএসপি সদস্যদের পাঁচ দাবির মধ্যে রয়েছে-
- কোনো প্রকার থানা, ডিস্ট্রিক্ট, ডিভিশন ও ন্যাশনওয়াইড লাইসেন্স বাতিল করা যাবে না। দেশি উদ্যোক্তাদের বিনিয়োগ ও কর্মসংস্থানকে (১০ লাখ) ধ্বংসের মুখে ঠেলে দেওয়া যাবে না।
- নিয়ম বহির্ভূতভাবে বাতিল করা লাইসেন্সগুলো আবেদনের প্রেক্ষিতে পুণরায় ফেরত দিতে হবে।
- সকল প্রকার লাইসেন্স আপগ্রেডেশন করার সুযোগ দিতে হবে।
- আমরা কোনো প্রকার এনলিস্টমেন্ট, ফ্রাঞ্চাইজ, ডিলার অথবা রিসেলার মডেল মানব না।
- টেলকো প্রতিষ্ঠানগুলো কোনো প্রকার ফিক্সড ব্রডব্যান্ড এবং ক্যাবল ব্যাবহার করে ইন্টারনেট সেবা দিতে পারবে না।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সদস্যরা জানান, ৫ দফা দাবি সংবলিত এই স্মারকলিপিতে এরইমধ্যে ৩০০ এর বেশি আইসপি সদস্য সই করেছেন।

থানা আইএসপিসহ কোনো প্রকার লাইসেন্স বাতিল না করার দাবি জানিয়েছে আইএসপি ব্যবসায়ীরা। ছবি: সারাবাংলা
এর আগে, টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরিসি) নতুন নীতিমালায় থানা আইএসপি লাইসেন্স বহাল রাখার দাবি জানিয়ে মানববন্ধন করে দেশের প্রান্তিক পর্যায়ের ইন্টারনেট সেবাদানকারী আইএসপি ব্যবাসায়ীরা। গেল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে সর্বস্তরের ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবাসায়ীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিটিআরসি চেয়ারম্যানকে স্মারকলিপিও দিয়েছেন সাধারণ আইএসপি সদস্যরা।
সারাবাংলা/ইএইচটি/এমপি