মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে রিজভী
৪ মার্চ ২০২৫ ১৪:৩১ | আপডেট: ৪ মার্চ ২০২৫ ১৬:০২
ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে হাসপাতালে গিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২ টায় ইউনাইটেড হাসপাতালে গিয়ে মহাসচিবের সঙ্গে দেখা করেন ও স্বাস্থ্যের খোঁজ খবর নেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়া আশরাফ উদ্দিন বকুল ও নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম।
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রোববার (২ মার্চ) সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন তিনি। ওখানে প্রচুর ধুলাবালি থাকায় অসুস্থতা অনুভব করছিলেন বিএনপির মহাসচিব।
সারাবাংলা/এজেড/এমপি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতাল