সুনামগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
৪ মার্চ ২০২৫ ১৪:৫৮
সুনামগঞ্জ: সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ২০ লাখেরও বেশি মূল্যের ভারতীয় চিনি,ফুসকা, জিরা, বিড়ি, কয়লাসহ বাংলাদেশী স্টিল বডি নৌকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ ) সকালে অভিযানে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ডুলুরা বিওপি কর্তৃক বাংলাদেশী স্টিলবডি একটি নৌকা, ১০৯০ কেজি ভারতীয় চিনি, ৭৮ কেজি ভারতীয় জিরা, ৮৪০ প্যাকেট ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৪২ হাজার নয়শত টাকা।
চাঁনপুর বিওপি ৭৫০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করে যার আনুমানিক মূল্য এক লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।
মাছিমপুর বিওপি কর্তৃক ৩২৪ কেজি ভারতীয় ফুসকা, ২২ কেজি ভারতীয় চিনি যার আনুমানিক মূল্য ৬৭ হাজার চারশত ৪০ টাকা এবং চাঁরাগাও বিওপি কর্তৃক ২০০০ কেজি ভারতীয় কয়লা যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকাসহ ২০ লাখ ৩৭ হাজার আটশত টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানান, উর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটক করা বাংলাদেশী স্টিলবডি নৌকা, ভারতীয় চিনি, জিরা, বিড়ি, ফুসকা ও কয়লা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সারাবাংলা/এসডব্লিউ