Tuesday 04 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির পালটা ও অন্তর্বর্তী কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৫ ১৫:৪০ | আপডেট: ৪ মার্চ ২০২৫ ১৬:৪০

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির নব গঠিত কমিটির সংবদ সম্মেলন

ঢাকা: বিদ্যমান কমিটিকে ফ্যাসিবাদী চক্রের সঙ্গে সম্পৃক্ত, অগ্রহণযোগ্য, অগণতান্ত্রিক ও বিভ্রান্তিকর হিসেবে আখ্যায়িত করে ১৬১ সদস্য বিশিষ্ট একটি পাল্টা ও অন্তর্বর্তী কমিটি গঠন করেছে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি। একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে সোসাইটির সকল সদস্যের অংশগ্রহণের মাধ্যমে এবং গণতান্ত্রিক উপায়ে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করবে এ কমিটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ মার্চ) সংগঠনের নতুন কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে নব গঠিত কমিটির সম্প্রসারণ, নির্বাচন ও ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে নতুন কমিটির নেতারা নিজেদের অর্থোপেডিক চিকিৎসক সমাজের ‘বৃহত্তর অংশ’ হিসেবে দাবি করে বলেছেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির নেতারা সম্মিলিতভাবে পদত্যাগ করেন। এতে প্রশাসনিক শূন্যতার পাশাপাশি সোসাইটির কার্যক্রম অচল হয়ে পড়ে। এ অবস্থায় চিকিৎসকদের একটি অংশ বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির নতুন কমিটি গঠন করে। কিন্তু ওই ক্ষুদ্র গোষ্ঠী কোনো আলাপ আলোচনার তোয়াক্কা না করে একটি পরিবর্তিত ও অগ্রহণযোগ্য কমিটি ঘোষণা করে যেখানে ফ্যাসিবাদী চক্রের সম্পৃক্ততা স্পষ্ট। এ প্রেক্ষিতে অর্থোপেডিক চিকিৎসক সমাজের বৃহত্তর অংশের পক্ষ থেকে ওই অগণতান্ত্রিক ও বিভ্রান্তিকর কমিটিকে প্রত্যাখ্যান করে ১৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

ঘোষিত এ কমিটির প্রধান উপদেষ্টা হলেন- অধ্যাপক ডা. রফিকুল কবীর লাবু, আহ্বায়ক ডা. মো. ওয়াকিল আহমদ, সাধারণ সম্পাদক ডা. সৈয়দ জাকির হোসেন বিপ্লব ও কোষাধ্যক্ষ হলেন ডা. মো. তাজুল ইসলাম রবি।

সংবাদ সম্মেলনে সোসাইটির পক্ষ থেকে পাঁচ দফা কর্মপরিকল্পনাও তুলে ধরা হয়। এগুলো হচ্ছে-  দেশে শক্তিশালী চিকিৎসা ব্যবস্থা তৈরির অংশ হিসেবে জুনিয়র অর্থোপেডিক সার্জনদের দেশে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের সক্ষমতা ও দক্ষতা বাড়ানো; উপজেলা জেলা ও বিভাগীয় শহরে কর্মরত অর্থোপেডিক সার্জনদের বিশ্বের উন্নত প্রযুক্তি ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার সমপর্যায়ে প্রশিক্ষিত করার জন্য বিভাগীয় পর্যায়ে বৈজ্ঞানিক সম্মেলন ও ওয়ার্কশপের আয়োজন করা; সোসাইটির কার্যক্রম গতিশীল করার জন্য বিভাগীয় পর্যায়ে অর্থোপেডিক সোসাইটির কমিটি গঠন করা; সোসাইটির সদস্য ও প্রতিনিধিরা বিভিন্ন দেশে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে যোগদান করে সোসাইটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সমুন্নত করা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/আরএস

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি