Tuesday 04 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহনপুরে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৫ ১৬:০২ | আপডেট: ৪ মার্চ ২০২৫ ১৬:০৪

প্রতীকী ছবি: সারাবাংলা

রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলায় ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল বাসার (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলার চক বেলনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল বাসার মোহনপুরের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা বাবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) নওশাদ আলী জানান, সকালে কম্পিউটার প্রশিক্ষণে যাওয়ার পথে চক বেলনা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে আবুল বাসারের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানান এসআই নওশাদ আলী।

দুর্ঘটনার পরপরই ভটভটির চালক গাড়ি ফেলে পালিয়ে যান। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনজে

রাজশাহী শিক্ষার্থী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

এলো ‘জ্বীন ৩’র পোস্টার
৪ মার্চ ২০২৫ ১৯:০৮

বিএনপির ৪ নেতাকে শোকজ
৪ মার্চ ২০২৫ ১৮:৫৮

আরো

সম্পর্কিত খবর