দেশি গরু-ছাগলকে বিদেশি বলে অবৈধভাবে ১২১ কোটি আয় সাদিক এগ্রোর
৪ মার্চ ২০২৫ ১৬:২৯ | আপডেট: ৪ মার্চ ২০২৫ ১৮:২৩
ঢাকা: সাদিক এগ্রোর মালিক মো. ইমরান হোসেন প্রতারণার মাধ্যমে দেশি গরু-ছাগলকে বিদেশি বংশীয় বলে প্রচার করে উচ্চমূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রি করে অবৈধভাবে আয় করেছে প্রায় ১২১ কোটি ৩২ লাখ ১৫ হাজার ১৪৪ টাকা। পরে এই টাকা মানিলন্ডারিং করেন তিনি।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৩ টায় রাজধানী সিআইডি হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত ডিআইজি (অর্গানাইজ ক্রাইম) ইকরামুল হাবিব।
তিনি বলেন, অভিযুক্ত ইমরান হোসেন এবং তার সঙ্গে তৌহিদুল আলম জেনিথ (৪৫) ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক এগ্রো লিমিটেড সংঘবদ্ধ অপরাধ চক্রের মাধমে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অনুমোদনহীন ব্রাহমা জাতের গরু আমদানি ও সরকারি বিধি লঙ্ঘন করে অবৈধভাবে বিদেশে প্রায় ৮৬ লাখ টাকা পাচার করেছেন।
ইকরামুল হাবিব বলেন, তারা প্রতারনার আশ্রয় নিয়ে কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তী এলাকা দিয়ে থাইল্যান্ড ও মায়ানমার হতে চোরাচালানের মাধ্যমে গরু ও মহিষ বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রি এবং ভুটান ও নেপাল হতে চোরাচালানের মাধ্যমে ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রি করেছেন মর্মে অভিযোগ রয়েছে। তিনি প্রতারণার মাধ্যমে দেশিয় গরু ছাগলকে বিদেশি বংশীয় গরু-ছাগল বলে প্রচার করে উচ্চমূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রি করে অবৈধভাবে আয় করে প্রায় ১২১ কোটি ৩২ লাখ ১৫ হাজার ১৪৪ টাকা বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তর ও রুপান্তর করেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়।
তিনি বলেন, গ্রেফতার আসামি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার, সাভার, ঢাকার হেফাজতে থাকা ১৫টি ব্রাহমা জাতের গরু সরকারি নির্দেশনা মোতাবেক জবাই করে ন্যায্য মূল্যে মাংস বিক্রয়ের কথা থাকলেও জালিয়াতির মাধ্যমে কাগজ-পত্রে সেগুলো জবাই দেখিয়ে প্রতারণামূলকভাবে তা জবাই না করে গরুগুলো কৌশলে হাতিয়ে নিয়েছেন। এছাড়া মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকায় রামচন্দ্রপুর সরকারি খাল ভরাট ও জবর দখল করে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন তার অবৈধ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
এর আগে, মানিলন্ডারিং এর অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাদিক এগ্রোর মালিক মো. ইমরান হোসেনকে (৪০) রাজধানীর মালিবাগ থেকে সোমবার (৩ মার্চ) বিকেল ৪টার পর গ্রেফতার করা হয়।
মানিলন্ডারিং ছাড়াও ইমরান হোসেনসহ সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সারাবাংলা/এমএইচ/এনজে