উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ড. সি আর আবরার
৪ মার্চ ২০২৫ ১৬:৩১ | আপডেট: ৪ মার্চ ২০২৫ ১৮:২৩
ঢাকা: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. সি আর আবরার। নতুন উপদেষ্টা পেতে পারেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। বুধবার (৫ মার্চ) সকাল ১১টায় তিনি শপথ নেবেন।
মঙ্গলবার (৪ মার্চ ) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে পরিবহণ পুলের এক কর্মকর্তা সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মন্ত্রিপরিষদ থেকে নির্দেশ এসেছে নতুন উপদেষ্টা যুক্ত হচ্ছেন উপদেষ্টা পরিষদে। সে জন্য গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। আমরা সেভাবে কাজ করছি। এদিকে বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।’
অধ্যাপক সি আর আবরারের জন্ম ১৯৫২ সালের ১৭ আগস্ট ফরিদপুরে। তার বাবা আবদুস সাত্তার চৌধুরী ও মা সোফিয়া সুলতানা। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন তিনি। এরপর যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএ এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৭৯ সাল থেকে টানা চার দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন শরণার্থী ও শ্রম অভিবাসন বিশেষজ্ঞ সি আর আবরার।
উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম। এবার আরেকজন নতুন উপদেষ্টা দায়িত্ব পাচ্ছেন বলে জানানো হলো। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কয়েক দফায় নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। এই সরকারে উপদেষ্টার সংখ্যা এখন ২১ জন।
সারাবাংলা/জিএস/জেআর/ইআ