Tuesday 04 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

জবি করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৫ ১৬:৪৮

হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

জবি: বিএনপি নেতার নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন।

এ সময় শিক্ষার্থীরা ‘যে হাত ছাত্র মারে সেই হাত ভেঙে দাও’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আমার ভাই হাসপাতালে, খুনিরা কেন বাহিরে’ স্লোগান দেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘যেসব সন্ত্রাসীগোষ্ঠী শিক্ষার্থীদের ওপর হামলা ও চাঁদাবাজির রাজনীতি ফিরিয়ে আনার পাঁয়তারা করছে, তাদের সাবধান থাকা দরকার। এ দেশের মানুষ আর কোনো নব্য ফ্যাসিবাদ কায়েম করতে দেবে না। বারবার শিক্ষার্থীদের ওপর হামলা হচ্ছে, এর একটা সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন।’

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থীর শাহীন মিয়া বলেন, ‘গত রাতের ধোলাইখালে শিক্ষার্থীদের ওপর যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। হামলাকারীরা যে দলের, যে গোষ্ঠীর বা যে মতের হোক না কেন তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আমরা একতাবদ্ধ আপোষহীন।’

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও শাখা শিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, ‘দল ও মতের ঊর্ধ্বে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচয় বহন করতে চাই। শিক্ষার্থীদের ওপর হামলাকারী শহিদুল ও তার দোসররা যে দলেরই হোক তাদের আইনের আওতায় নিয়ে আসুন। নতুবা ভিন্ন কোনো পরিস্থিতি তৈরি হলে, তার দায়ভার আপনাদেরকে নিতে হবে।’

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন তাদের আবাসনের সংগ্রাম করে আসছে। তাদের থাকার জায়গা নেই। আমাদের দুইটি বরাদ্দ হয়েছে। প্রশাসনের কাছে দাবি জানাই অতি দ্রুত আমাদের এই হল দুটি বাস্তবায়ন করে দিতে হবে। শিক্ষার্থীরা একতাবদ্ধ থাকলে তাদের ওপরে কেউ হামলা করার সাহস পাবে না।’

প্রসঙ্গত, সোমবার (৩ মার্চ) রাতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সম্রাট ধোলাইখাল এলাকার একটি মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলক্রমে নির্মাণাধীন ঢালাইয়ের ওপর পা রাখেন। এতে স্থানীয় কয়েকজন তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাকে মারধর করা হয়। ৩৮ নম্বর ওয়ার্ডের ওয়ারী থানা বিএনপি ও নবাবপুর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল হক সহিদ অমানবিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে তার সহপাঠী হাবিবসহ আরও একজন ঘটনাস্থলে গেলে তাদেরও আটক রেখে মারধর করা হয়। পরে আহত সম্রাটকে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

সারাবাংলা/এইচআই

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি শিক্ষার্থীর ওপর হামলাৎ