Tuesday 04 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৫ ১৭:২১ | আপডেট: ৪ মার্চ ২০২৫ ১৭:২৪

প্রতীকী ছবি।

নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ইয়াসমিন আক্তার (১৭) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে, সোমবার (৪ মার্চ) দিবাগত রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী।

নিহত ইয়াসমিন আক্তার উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের সাবির আলী মিয়াজী বাড়ির আব্দুল হাকিমের মেয়ে। তিনি স্থানীয় কদমতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে ইয়াসমিন তার বাড়ি থেকে নিখোঁজ ছিল। পরে পরিবার সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ তাকে উদ্ধার করে। তাকে উদ্ধার করে পুলিশ রাতেই পরিবারের কাছে সোপর্দ করে। এরপর থানা থেকে তাকে নিজের বাড়িতে না নিয়ে নানার বাড়িতে নিয়ে যায় ইয়াসমিনের পরিবার। সেখানে রাতের কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘শিক্ষার্থী ইয়াসমিন নিখোঁজ থাকায় সোমবার (৩ মার্চ) বিকেলে থানায় এসে তার পরিবার সাধারণ ডায়েরি (জিডি) করেন।’

ওসি আরও বলেন, ‘আত্মহত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এইচআই

ঝুলন্ত মরদেহ উদ্ধার নোয়াখালী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

এলো ‘জ্বীন ৩’র পোস্টার
৪ মার্চ ২০২৫ ১৯:০৮

বিএনপির ৪ নেতাকে শোকজ
৪ মার্চ ২০২৫ ১৮:৫৮

আরো

সম্পর্কিত খবর