Tuesday 04 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদী থেকে ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৫ ১৭:২৩ | আপডেট: ৪ মার্চ ২০২৫ ১৭:২৬

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: সারাবাংলা

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় মাতামুহুরী নদী থেকে ইজিবাইক চালক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সৈকত পাড়া সংলগ্ন মাতামুহুরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান, পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা।

নিহত মোহাম্মদ মজিব ( ১৭ ) চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ার মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় ব্যাটারি চালিত ইজিবাইক চালক এবং তার বাবা দুবাই প্রবাসি।

স্থানীয়দের বরাতে সিরাজুল মোস্তফা জানান, মঙ্গলবার সকালে পেকুয়া সদর ইউনিয়নের সৈকত পাড়া সংলগ্ন মাতামুহুরী নদীতে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, ‘নিহতের শরীরে কোন ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, দূর্বৃত্তরা শ্বাসরোধ হত্যার পর লাশ নদীতে ফেলে দিয়েছে।’

ওসি বলেন, ‘ঘটনাস্থলের পাশে নদীর তীরবর্তী রাস্তায় একটি চালক বিহীন টমটম (ইজিবাইক) পাওয়া গেছে। আর গাড়ীটির ব্যাটারি খুলে নিয়ে গেছে দূর্বৃত্তরা।’

তবে কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া না গেলেও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ খোঁজ খবর নিচ্ছে বলে জানান, সিরাজুল মোস্তফা।

নিহতের ভাই আব্দুল আজিজ জানান, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে তার ভাই মজিবের সঙ্গে মোবাইল ফোনে সর্বশেষ কথা হয়েছিল। ওই সময় সে গাড়ী চালাচ্ছিল এবং পরে আলাপ করবে বলে জানিয়েছিল। পরে দীর্ঘ সময় পরেও তিনি যোগাযোগ না করায় মোবাইল ফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়।

বিজ্ঞাপন

সংঘবদ্ধ চোর চক্রের কতিপয় সদস্য কিছুদিন আগে মজিবের গাড়ীটি চুরি করে লাশ গুম করার হুমকি দেওয়ার তথ্য দিয়ে তিনি জানান, ধারণা করা হচ্ছে, হুমকি দেওয়া সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমপি

কক্সবাজার মরদেহ

বিজ্ঞাপন

এলো ‘জ্বীন ৩’র পোস্টার
৪ মার্চ ২০২৫ ১৯:০৮

বিএনপির ৪ নেতাকে শোকজ
৪ মার্চ ২০২৫ ১৮:৫৮

আরো

সম্পর্কিত খবর