বিটিআরসির লাইসেন্স রিফর্ম কমিটিতে থাকবে থানা আইএসপি প্রতিনিধিরাও
৪ মার্চ ২০২৫ ১৭:৪৩ | আপডেট: ৪ মার্চ ২০২৫ ২০:৩৯
ঢাকা: টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরিসি) নতুন নীতিমালা প্রণয়ন ও লাইসেন্স রিফর্ম কমিটিতে থানা আইএসপি লাইসেন্সধারীদের প্রতিনিধি রাখা হবে।
মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে থানা আইএসপি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন বিটিআরসি’র কমিশনার (ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেসশন্স বিভাগ) ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ। বৈঠক শেষে এ তথ্য জানান ওয়াইড কমিউনেশনস স্বত্ত্বাধিকারী আনোয়ার আহমেদ মিঠু।
এর আগে, লাইসেন্স বহাল রাখার দাবি নিয়ে সকালে বিটিআরসি ভবনে জড়ো হন থানা আইএসপি সদস্যরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এ সদস্যরা বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন। পরে দুপুর ১টার দিকে তাদের বৈঠকে ডাকে বিটিআরসি।
বৈঠক থেকে বের হয়ে এসে দুপুর ৩টার দিকে ওয়াইড কমিউনেশনস স্বত্ত্বাধিকারী আনোয়ার আহমেদ মিঠু বলেন, ‘লাইসেন্স রিফর্ম কমিটিতে আমাদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে চার জন ও চূড়ান্ত বৈঠকে আমাদের একজন প্রতিনিধি থাকবেন। বিটিআরসি আমাদের পক্ষেই কথা বলছে, যেন আমাদের লাইসেন্স থাকে। আমাদের প্রত্যাশা নিয়ে দ্রুত সময়ের মধ্যে একটি প্রেজেন্টেশন তৈরি করতে বলা হয়েছে। আমাদের আশ্বাস দিয়ে বলা হয়েছে গতানুগতিক মধ্যসত্বভোগীদের কমাতে এই রিফর্মের উদ্যোগ নেওয়া হয়েছে। বিটিআরসি কথা দিয়েছে, আমাদের ক্ষতি হয়, পূঁজি নষ্ট হয় এমন কোনো কাজ তারা করবে না।’
বৈঠকে অংশ নেওয়া আরেক থানা আইএসপি সদস্য জুবায়ের আহমেদ বলেন, ‘আমাদের একজন প্রতিনিধি মূল বৈঠকে থাকবেন। তিনি আমাদের চাওয়া তুলে ধরবেন। এতে আমরা সঠিক তথ্য পাব। বিটিআরসি সম্পর্কে আমাদের যে বাজে ধারণা ছিল বৈঠকে তার নিরসন হয়েছে।’
ওই বৈঠকে আরও অংশ নেন গাজীপুর আইএসপি’র স্বত্বাধিকারি সাঈদ ঈ আজমী শাওন, ডিজিটাল কমিউনিকেশনস ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন, তুহিন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী রাইসুল ইসলাম তুহিন ও সিটি লিংক কমিউনিকেশনের স্বত্ত্বাধিকারী তারিক হাসান তূর্য।
প্রসঙ্গত, থানা আইএসপিসহ কোন প্রকার লাইসেন্স বাতিল না করার দাবি জানিয়েছে দেশের প্রান্তিক পর্যায়ের ইন্টারনেট ব্যবসায়ীরা। এ ছাড়া সব প্রকার লাইসেন্স আপগ্রেডেশনের সুযোগ, মোবাইল অপারেটররা যেন কোনভাবেই ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে না পারে তা নিশ্চিত করাসহ আরও বেশ কয়েকটি দাবি জানিয়েছেন তারা। এসব দাবিতে মঙ্গলবার (৪ মার্চ) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন থানা আইসপি ব্যবসায়ীরা। দুপুর ১টার দিকে থানা আইএসপির ছয় জন প্রতিনিধি বিটিআরসির উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠক থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন থানা আইএসপি সদস্যরা।
এর আগে, টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরিসি) নতুন নীতিমালায় থানা আইএসপি লাইসেন্স বহাল রাখার দাবি জানিয়ে মানববন্ধন করে দেশের প্রান্তিক পর্যায়ের ইন্টারনেট সেবাদানকারী আইএসপি ব্যবাসায়ীরা। গেল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে সর্বস্তরের ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবাসায়ীদের ব্যানারে ওই মানবন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিটিআরসি চেয়ারম্যানকে স্মারকলিপিও দেন সাধারণ আইএসপি সদস্যরা।
আরও পড়ুন:
থানা আইএসপি লাইসেন্স বহাল চান ইন্টারনেট ব্যবসায়ীরা
সারাবাংলা/ইএইচটি/এমপি
আইএসপি আইএসপি ব্যবসায়ী টেলিযোগাযোগ খাত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন