Tuesday 04 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআইডি সেবা ইসির অধীনেই থাকা উচিত: সিইসি

‎স্টাফ করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৫ ১৭:৪৬

গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা অবশ্যই নির্বাচন কমিশনের (ইসি) অধীনে থাকা উচিত। ‎মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

‎এনআইডি সেবা ইসির অধীনে থাকা উচিত কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘অবশ্যই থাকা উচিত। এটি একটি বড় সিদ্ধান্ত। যেখানে মাঠে ভোটার নিবন্ধন চলছে, হাজার হাজার লোক কাজ করছে। সামনে জাতীয় নির্বাচন আছে, যেটার প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত হবে বলে আমি অন্তত মনে করি না। এ বিষয়ে যেখানে কথা বলার সুযোগ থাকবে, সেখানেই কথা বলা হবে।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে এরই মধ্যে প্রাথমিক সভায় প্রতিনিধির মাধ্যমে আমাদের মতামত তুলে ধরেছি। সভার কার্যপত্র এখনো পাইনি। সেটি পেলে আমরা বুঝতে পারব তাদের চিন্তাভাবনা কী। এ বিষয়ে ইসির মতামত সরকারকে লিখিত আকারেও জানানো হবে।

বিজ্ঞাপন

এ এম এম নাসির উদ্দিন, ‘এ বিষয়ে সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত আসবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের সঙ্গে আলোচনা না করে কিছু করে ফেলবে আমি এমনটা মনে করছি না।’ ‎সিইসি আরও বলেন, ‘গতকাল (সোমবার) একটি মিটিং হলো। সেখানে প্রতিনিধির মাধ্যমে আমাদের মতামত তুলে ধরেছি। আরও মিটিং হবে। এনআইডি নির্বাচন কমিশন থেকে নিয়ে যাবে- আমি এমন সিদ্ধান্তের কথা শুনিনি।’

‎খসড়া করার আগে ইসির সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর আগে এনআইডিটা কিন্তু নিয়ে যাচ্ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আইনও করে ফেলেছিল, কার্যকর হয়নি। আমরা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছি যে, এটি স্বরাষ্ট্রে যাওয়া ঠিক হবে না। কীভাবে কাজটা করা যেতে পারে এটির একটি চিন্তা আছে। এটা এমন না যে শুধু এনআইডিটা আমাদের থেকে নিয়ে গেল আর সবকিছু হয়ে গেল। এমন হওয়া উচিতও না। এমন কিছু হবে বলে আমি অন্তত মনে করছি না।’

বিজ্ঞাপন

সিইসি বলেন, ‘প্রথম সভায় আমাদের ডেকেছেন। উনারা আমাদের মতামতের গুরুত্ব দেবেন বলেই তো ডেকেছেন। যদি আলাদা কোনো কর্তৃপক্ষ হয়েও যায়, তখন এনআইডি আমাদের অধীনে থাকে তাহলেও তো সমস্যা নেই। অন্যান্য সেবাও যদি আমাদের অধীনে আসে। আমি বিশ্বাস করি, আমাদের মতামতের গুরুত্ব দেওয়া হবে। কেন এনআইডি সেবা আমাদের অধীনে রাখা দরকার তা প্রতিনিধির মাধ্যমে আমরা জানিয়েছি।’

‎সারাবাংলা/এনএল/পিটিএম

ইসি এনআইডি সেবা

বিজ্ঞাপন

এলো ‘জ্বীন ৩’র পোস্টার
৪ মার্চ ২০২৫ ১৯:০৮

বিএনপির ৪ নেতাকে শোকজ
৪ মার্চ ২০২৫ ১৮:৫৮

আরো

সম্পর্কিত খবর