Tuesday 04 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৫ ১৮:৪৭

সাবেক ইউপি চেয়ারম্যান এবি সিদ্দিক খোকা

কিশোরগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান এবি সিদ্দিক খোকাকে (৭০) গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে বত্রিশ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। র‌্যাবের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) জুয়েল চাকমা সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ ও বিষ্ফোরক আইনে গত বছরের ১১ নভেম্বর কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এইচআই

কিশোরগঞ্জ সাবেক ইউপি চেয়ারম্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর